• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মানুষের সমস্যাগুলি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে রাস্তায় নামলাে বামপন্থী দলসমূহ

পরিষেবা মূলক কাজ নয় মানুষের প্রয়ােজনে, জন-জীবনের জলন্ত সমস্যা গুলিকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দিবস পালনে সামিল হল সিপিআইএম সহ সহযােগী বাম দলগুলাে।

প্রতীকী ছবি (Photo@Arnab Biswas/SNS Web)

মহামারীর সংকটকালে শুধু মাত্র পরিষেবা মূলক কাজ নয় মানুষের প্রয়ােজনে, জন-জীবনের জলন্ত সমস্যা গুলিকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দিবস পালনে সামিল হল সিপিআইএম সহ সহযােগী বাম দলগুলাে।

সরকারী উদ্যোগে গণ-টীকাকরণ, পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে করােনা পরীক্ষা বহুগুন বৃদ্ধি, কাজ হারানােদের ক্ষতিপূরণ, খাদ্য সুরক্ষা, মাসিক ৩৫ কেজি চাল, গম, আয়কর দেন না এমন সমস্ত পরিবারকে মাসিক ৭৫০০ টাকা অনুদান প্রদান, পেট্রো পণ্য সহ নিত্য প্রয়ােজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রােধ করা সহ অন্যান্য দাবী নিয়ে রবিবার সকালে খড়গপুর মেদিনীপুর, ঘাটাল, নরায়ণগড় সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল ও সভা হয়। সভাগুলােতে বক্তব্য রাখেন বাম নেতৃবৃন্দ।