আগামী ২৪ ঘণ্টার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
বঙ্গে এসেছে বর্ষা। আর তাই গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। দফায় দফায় হচ্ছে বৃষ্টিও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের মতাে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও চলবে এই বৃষ্টি। যদিও এই বৃষ্টিপাত হওয়ার দাম কিছুটা হলেও বাতাসের তাপমাত্র কমেছে।
জানা গিয়েছে শহরে সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।