• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আফগানিস্তানে গুলিতে নিহত ৫ টিকাকর্মী

পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশ্যে নিহত হলেন পাঁচ পােলিও টিকাকরণকর্মী।মাত্র দু'ঘন্টার মধ্যে তিনটি জায়গায় এই টিকাকর্মীরা বন্দুক হামলার মধ্যে পড়ে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

বন্দুকবাজের আক্রমণে পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশ্যে নিহত হলেন পাঁচ পােলিও টিকাকরণকর্মী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। মাত্র দু’ঘন্টার মধ্যে তিনটি জায়গায় এই টিকাকর্মীরা বন্দুক হামলার মধ্যে পড়ে।

তিন মাস আগেও এই অঞ্চলে এই ধরনের আক্রমণ তিন মহিলা টিকাকর্মী প্রাণ হারিয়েছিলেন। এর পিছনে লিবানের চক্রান্ত রয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত করতে বার বার। আক্রমণ চালায় তালিবান জঙ্গিরা।

গত মার্চ মাসে জালালাবাদে গুলি করে হত্যা করা হয় তিন মহিলা টিকাকর্মীকে। আইএস জঙ্গি সংগঠন সেই আক্রমণের দায় স্বীকার করেছিল। বর্তমানে বিশ্বে আফগানিস্তান ও পাকিস্তানে এই দুটি দেশে পােলিও সংক্রমণের হার অনেক বেশি।