সােমবার এম আর বাঙ্গুর হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তিনতলায় হঠাৎই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রােগী ও তাঁদের পরিবারের লােকেরা।
জানা গেছে, এদিন বেলা ৪ টে নাগাদ হাসপাতালের তিনতলায় যেখানে সি সি ইড রয়েছে, সেই তলাতেই আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। ঘটনাস্থলে ২ টি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হওয়ায় প্রথম একটি পাখায় আগুন লাগে, তারপর সেখানে থেকেই তা ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রত্যেক রােগীকেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ মে এই এম আর বাঙ্গুর হাসপাতালের সামনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল করােনা রােগীর অ্যাম্বুল্যান্স। যদিও ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ সুত্রে খবর, ওই অ্যাম্বুল্যান্সের পাশেই ছিল একটি বেসরকারি হাসপাতালের আরও একটি অ্যাম্বুল্যান্স। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে দুটি অ্যাম্বুল্যান্স।