• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

করােনা প্রতিরােধে নতুন প্রতিষেধক পাইতোরিলিফ 

কোভিড-১৯ এর সাধারণ ও মাঝারি প্রকোপ মােকাবিলায় অ্যালচেমলাইফ সংস্থার তৈরি পাইতোরিলিফ কার্যকরী ভূমিকা নিতে সক্ষম বলে জানিয়েছে পাটনা এইমস।

প্রতীকী ছবি (File Photo: IANS)

কোভিড-১৯ এর সাধারণ ও মাঝারি প্রকোপ মােকাবিলায় অ্যালচেমলাইফ সংস্থার তৈরি পাইতোরিলিফ কার্যকরী ভূমিকা নিতে সক্ষম বলে জানিয়েছে পাটনা এইমস। 

সংশ্লিষ্ট পাইতোরিলিফ প্রতিষেধক নিরপেক্ষ জীবাণু প্রতিরােধী হিসেবে তা প্রাথমিকভাবে সংক্রমণ সংকোচনেও সক্ষম।

পাটনা এইমস এ বিষয়ে সাধারণ ও মাঝারি করােনা উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য আসা রােগীদের চিকিৎসায় উল্লিখিত প্রতিষেধক ব্যবহার করে সুফল পাওয়া গিয়েছে।

এইমসের পক্ষে জানানাে হয় এমন একশাে পজিটিভ রােগীর ওপর তা ব্যবহার করে দশ দিনের মধ্যে রােগমুক্ত হওয়ার সাফল্য পাওয়া যায়। এমনকী পাইতোরিলিফ করােনার বিরুদ্ধে প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হিসেবে প্রতিপন্ন হয়েছে।