• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নেহরুকে খাটো করতে প্যাটেলের মূর্তি নয় : মোদি

কংগ্রেসকে ফের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির। এবার ইস্যু সর্দার বল্লভভাই প্যাটেল। মােদি আজ গুজরাতের জনসভায় জানান, গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন করার উদ্দেশ্য প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অপমান করার জন্য নয়।

নরেন্দ্র মোদি (ছবি- ফেসবুক)

কংগ্রেসকে ফের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার ইস্যু সর্দার বল্লভভাই প্যাটেল। মোদি আজ গুজরাতের জনসভায় জানান, গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন করার উদ্দেশ্য প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অপমান করার জন্য নয়। কংগ্রেসকে টেনে এনে মোদি বলেন, ‘প্যাটেলকে কংগ্রেস সব সময় নিজেদের নেতা বলে দাবি করে এসেছে। কিন্তু সেই দলের নেতাকে সম্মান জানাতে কখনই এখানে তাঁরা আসেননি।’

জনসভা থেকে উপস্থিত জনতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মোদি জানতে চান, ‘গুজরাতে ঐকের প্রতীক এবং বিশ্বের সব থেকে উচ্চতম মুর্তি কোথায় অবস্থিত গুগলে সার্চ করার সময় আপনারা কি গর্ব অনুভব করেন না? আমি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করেছি নেহরুকে অপমান করার জন্য নয়। কারোর উচ্চতম মূর্তি তৈরি করার পিছনে আমার উদ্দেশ্য ছিল না অন্য কাউকে ছোট করা।’

গুজরাতে দেশের সর্বোচ্চ ‘ঐক্যের প্রতীক’ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ৩১ অক্টোবর নর্মদা নদীর তীরে সাধু বেদ অঞ্চলে। ১৮২ মিটার লম্বা এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২,৩৮৯ কোটি টাকা।

মোদি এদিন সন্ত্রাসবাদ দমন ইস্যকে ভোট প্রচারের হাতিয়ার করলেন। তিনি দাবি করেন, ‘জম্মু ও কাশ্মীরের দুই শতাংশ অঞ্চলে সন্ত্রাস দমনে সাফল্য পেয়েছে সরকার। গত ৫ বছরে দেশে কোনও বোমা বিস্ফোরণের মত ঘটনাও ঘটেনি। কংগ্রেস কাশ্মীরের অশান্তি মেটাতে ব্যর্থ হয়েছে। তাছাড়া গোটা দেশেও শান্তি বজায় রাখতে পারেনি কংগ্রেস। তাদের আমলেই পুণে, আহমেদাবাদ, হায়দরাবাদ এবং জম্মু ও কাশ্মীরে বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটেছিল, কিন্তু এখন দেশে অশান্তি-অরাজকতার কোনও ঘটনাই ঘটতে দেয়নি এই সরকার।’