রাত্রিকালিন সময়ে এ্যাম্বুলেন্স পাওয়া এখনও রীতিমত সমস্যার। পুরুলিয়ার মানুষের এই সমস্যার কথা অনুধাবন করে এবার বিশেষ উদ্যোগ নিল জেলা পুলিশ। বৃহস্পতিবার একসঙ্গে দুটি রাত্রিকালিন এ্যাম্বুলেন্স পরিষেবার চালুp করলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান।
উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত। জেলা পুলিশ সুপারের দফতরে পুলিশ কন্ট্রোল রুমের পাশেই দাঁড়িয়ে থাকবে এ্যাম্বুলেন্সগুলি। এই পরিষেবা নেবার জন্য শুধু ফোন করতে হবে ৮১৪৫৫০০৩৫৮ নম্বরটিতে।
কন্ট্রোল রুমে থাকা এই ফোনে কেউ এ্যাম্বুলেন্স চাইলেই তৎক্ষণাৎ এ্যাম্বুলেন্স চলে যাবে সংশ্লিষ্ট গন্তব্যে। এই উদ্যোগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন, দিনের বেলা তাও অনান্য এ্যাম্বুলেন্স পাওয়া গেলেও সমস্যা হয় গভীর রাত্রে। অনেকেই হন্যে হয়ে ঘুরে বেড়ান একটা আধুনিক এ্যাম্বুলেন্সের জন্য। বিশেষ করে কোভিড আক্রান্তদের পড়তে হয় অসুবিধায়।