দেশে টিকা সংকট মেটাতে এবার হায়দ্রাবাদের সংস্থা ‘বায়ােলজিক্যাল ই’কে এবার ভ্যাকসিন তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র। আগামী কয়েক মাসের মধ্যে বাজারে চলে আসছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করােনার দ্বিতীয় ভ্যাকসিন।
করােনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে সে কারণে টিকা সংকট মেটাতে কেন্দ্র এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানাে হয় হায়দ্রাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা বায়ােলজিক্যাল ই’র সঙ্গে তিরিশ কোটি ভ্যাকসিন কেনার চুক্তি পাকা হয়েছে।
এই ভ্যাকসিনগুলি আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করে সরকারের হাতে তুলে দেবে বায়ােলজিক্যাল ই নামের এই সংস্থাটি। স্বাস্থ্যমন্ত্রক অগ্রিমবাবদ সংস্থাটিকে দেড় হাজার কোটি টাকা দেবে।