• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রধানমন্ত্রী হবেন মমতাই! নেট দুনিয়ায় ট্রেন্ডিং

আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দিল্লি ও নবান্নের মধ্যে বেনজির সংঘাত দেখল গােটা দেশ। সােমবার ইস্তফা দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবিঃএসএনএস)

আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দিল্লি ও নবান্নের মধ্যে বেনজির সংঘাত দেখল গােটা দেশ। সােমবার ইস্তফা দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তাকে মুখ্য উপদেষ্টা নিয়ােগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনায় নেট দুনিয়ায় তুমুল আলােড়ন সৃষ্টি হয়েছে। মােদির কাছে মাথা নত করলেন না মমতা, এমনটাই বলা হচ্ছে। নেট দুনিয়ায় একাংশে টুইট ও পাল্টা টুইটে সরগরম রাজ্য রাজনীতি।

এদিকে আগবাড়িয়ে খেলতে গিয়েই কি ব্যাকফুটে যেতে হল প্রধানমন্ত্রীকে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিকমতাে নিয়মকানুন না জেনে আলাপন প্রশ্নে কেন আগ বাড়িয়ে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার, তা নিয়ে অন্তহীন বিতর্ক চলছে।

বিশেষজ্ঞরা ময়না তদন্তে নেমে পড়েছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামােয় শীর্ষস্তরে আমলাদের বদলির ক্ষেত্রে সাধারণত যে আইন মেনে চলা উচিত, আলাপন প্রশ্নে তার চেয়েও এক ধাপ আচমকাই এগিয়ে গিয়েছিল কেন্দ্র। সে কারণেই সংঘাত চরমে ওঠে। পিছিয়ে পড়তে হয় নরেন্দ্র মােদিকে।