অন্তর্দেশীয় বিমান যাত্রা আরও দামি হচ্ছে। অসামরিক বিমান মন্ত্রক ১ জুন থেকে দেশের অভ্যন্তরে উড়ান পরিষেবায় ভাড়া বাড়ানাের সিদ্ধান্ত নিয়েছে। ১৩ থেকে ১৬ শতাংশ ভাড়া বাড়ছে।
শুক্রবার অসামরিক বিমান মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ৪০ মিনিটের কম সময়ের উড়ানে খরচ হবে ২৬০০ টাকা, যা আগে ছিল ২৩০০ টাকা। দাম বাড়ছে ১৩ শতাংশ। আর ৪০ মিনিট থেকে ১ ঘণ্টার বিমান উড়ানে নতুন ভাড়া হয়েছে, ৩০০ টাকা। আগে এই ভাড়া ছিল ২৯০০ টাকা।
বিমান মন্ত্রকের তরফে জানানাে হয়েছে, করােনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিমানগুলি পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। কারণ একাধিক বিধিনিষেধ আরােপ করা হয়েছে যাত্রী সংখ্যায়। সে কারণে চাইলেও বিমানে যেতে পারছেন না অনেকে। এই পরিস্থিতিতে মন্ত্রকের কাছে দাম বাড়ানাে ছাড়া অন্য কোনও উপায় ছিল না।