• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শত্রুর নাম ‘ইয়াস’ ১১ যুদ্ধবিমান ও ২৫ টি হেলিকপ্টার নিয়ে প্রস্তুত বায়ুসেনা 

শত্রু ইয়াসের মােকালািয় প্রস্তুতি চলছে জোরকদমে। প্রকৃতির বিপর্যয় নিয়ন্ত্রন করা সম্ভব নয় তবুও ক্ষতি যতটা কমানাে যায় তার জন্য প্রস্তুতি তুঙ্গে।

ইয়াসের মােকালািয় প্রস্তুতি চলছে জোরকদমে। (Photo: IANS)

শত্রু ইয়াসের মােকালািয় প্রস্তুতি চলছে জোরকদমে। প্রকৃতির বিপর্যয় নিয়ন্ত্রন করা সম্ভব নয় তবুও ক্ষতি যতটা কমানাে যায় তার জন্য প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যে এসেছে ১১ টি যুদ্ধবিমান ও ২৫ টি হেলিকপ্টার। ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধারের কাজে তৎপর রয়েছে বায়ুসেনা। 

বায়ুসেনার তরফে রাজ্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে একটি ‘সি ১৭ গ্লোবমাস্টার’, একটি ‘আইএল -৭৬’, তিনটি ‘সি ১৩০ জে সুপার হারকিউলিস’, চারটি ‘আন্তনভ-৩২’, দুটি ‘ডনিয়ার ট্রান্সপাের্ট এয়ারক্রাফ্ট’। যুদ্ধবিমানগুলি ছাড়াও থাকবে ১১ টি ‘মিগ ১৭ ভি ৫’ হেলিকপ্টার, দুটি ‘চেতক’, তিনটি ‘চিতা’, ও দুটি ‘ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ ও সাতটি ‘মিগ ১৭’।

ত্রাণের কাজে ২১ টন সরঞ্জাম নিয়ে এসেছে বায়ুসেনা। পাটনা ও বারাণসী থেকে কলকাতায় বিমানে করে আনা হয়েছে ৩৩৪ জন বিপর্যয় মােকাবিলা দলের সদস্যকে। এছাড়া এনডিআরএফের ৬০৬ জন সদস্য ও ৫৭ টন সরঞ্জাম নিয়ে এসেছে এয়ারফোর্স।