মরণ ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস বোধ ইতিমধ্যেই দেশজুড়ে টিকাকরণ শিবির শুরু হয়েছে। তবে তা সার্বিক চাহিদার তুলনায় নগন্য। তাই সেজন্য লুকার গভীরভাবে পর্যালােচনা।
রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে নেতৃত্বে করোনরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক চলে। সেখানে যাবতীয় সর্বভারতীয় পরীক্ষাগুলির সময়সুচি জানানোর জন্য জুন মাস অবধি অপেক্ষা করতে বলা হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ নিয়ে কোনকিছু ঘোষণা করবেনা কেন্দ্রীয় সরকার। জেইই মেন, নিট ইউজিসি নেট পরীক্ষা গুলি আপাতত স্থগিত রাখা হয়েছে। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত। আগামী মাসে চিকিৎসকলে করােনা পরিস্থিতি নিয়ে তথা দেখে নেই কেন্দ্র এইসব পরীক্ষার সময়সূচী জানাবে বলে জানা গেছে।