• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দ্বিতীয় ডােজ মিলবে বিদেশেই!

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছিল, ক্রিকেটাররা করােনা টিকার প্রথম ডােজ এখান থেকে নিলেও, দ্বিতীয় ডােজ তারা ইংল্যান্ডে গিয়ে নিতে পারবে।

রবি শাস্ত্রী ও বিরাট কোহলি (Photo: Bidesh Manna/IANS)

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে। ভারতীয় ক্রিকেটাররা করােনার প্রথম ডােজ নিয়ে ফেলেছেন। এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানাে হয়েছিল, ক্রিকেটাররা করােনা টিকার প্রথম ডােজ এখান থেকে নিলেও, দ্বিতীয় ডােজ তারা ইংল্যান্ডে গিয়ে নিতে পারবে। এ ব্যাপারে ওখানকার স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলেছে বিসিসিআই।

মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রের খবর, ইংল্যান্ডের হেলথ ডিপার্টমেন্টের প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে বিরাট ব্রিগেড দ্বিতীয় ভােজ পাবে এখান থেকেই। মুম্বইতে প্রথমে ভারতীয় ক্রিকেটাররা।

দশদিনের কোয়ারেন্টাইনে থাকার পর ইংল্যান্ডের মাটিতে পা রাখার পরও দশদিন কোয়ান্টোইনে থাকবেন। করােনার প্রকোপের জন্য এই কঠোর ব্যবস্থাই নেওয়া হয়েছে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে।