• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কোভিড রােগী ভরতি নিতে পারবে না রাজ্যের তিন হাসপাতাল 

বেসরকারি হাসপাতালে লাগামছাড়া খরচে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।

প্রতীকী ছবি (Photo: AFP)

বেসরকারি হাসপাতালে লাগামছাড়া খরচে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য কমিশন। সােমবার থেকে রাজ্যের তিনটি হাসপাতাল আর করােনা রােগী ভরতি নিতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, বেহালার অ্যাপেক্স হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল এবং নিউটাউনের উজ্জীবন হাসপাতালে কোভিড রােগীদের ভরতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এই তিন হাসপাতালের বিরুদ্ধে অতিমারী পরিস্থিতির সুযােগ নিয়ে অতিরিক্ত বিল করার অভিযােগ আছে। 

তিনি আরও জানান, সােমবার থেকেই এই আদেশ মানতে হবে অভিযুক্ত হাসপাতালগুলিকে। গত এক মাসে এই তিন হাসপাতালে কতজন কোভিড রােগী ভরতি হয়েছে, কত টাকা বিল হয়েছে, কেন সেই বিল করা হয়েছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত তথ্য এবং প্রমাণ-সহ চাওয়া হয়েছে। তা খতিয়ে দেখবে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সমস্ত কিছু দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

জানানাে হয়েছে, কোভিডের আগে প্রতিটি বেসরকারি হাসপাতালের বেড ভাড়া যা ছিল, সেই ভাড়াই নিতে হবে। প্রতিদিন ১০০০ টাকার বেশি নিতে পারবে না হাসপাতালগুলি। ক্রিটিকাল কেয়ারের জন্য একাধিকবার চিকিৎসককে যেতে হলেও তার জন্য অতিরিক্ত ১০০০ টাকা নেওয়া যাবে । রােগীর ওষুধ, তুলাে সমস্ত কিছুর জন্য হাসপাতালকে ১০ শতাংশ ছাড় দিতে হবে। প্রত্যেক হাসপাতালের সামনে তার খরচের সমস্ত তালিকা, বেড ভাড়া ও অন্যান্য খরচ ডিসপ্লে বাের্ডে লাগিয়ে রাখতে হবে। 

এর আগেও বেসরকারি হাসপাতালগুলিকে এনিয়ে সতর্ক করেছিল কমিশন। যদিও কোনও ফল হচ্ছিল না বলে অভিযােগ, সেই কারণেই এই কড়া সিদ্ধান্ত। কমিশনের আশা, এতে বাকিরাও সতর্ক হবে।