• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

করােনা আক্রান্তদের বীরুর বার্তা: প্রয়োজন হলেই বলুন পৌঁছে যাবে খাবার

এবারে করােনা আক্রান্ত মানুষদের এবং তাদের পরিবারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ।

বীরেন্দ্র সেহবাগ (File Photo: IANS)

এবারে করােনা আক্রান্ত মানুষদের এবং তাদের পরিবারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। এই কঠিন পরিস্থিতিতে অনেকেই করােনা মােকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবারে সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বীরেন্দ্র সেহবাগ। 

দিল্লির যে কোনও প্রান্তেই কোনও পরিবার এমন সময়ে খাবার নিয়ে সমস্যায় পড়লে, তাদের বিনামূল্যে খাবার পৌছে দেবার ব্যবস্থা করব আমি, এমনই বার্তা দিলেন বীরেন্দ্র সেহবাগ। 

বীরু নিজের সােশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, দিল্লিতে করােনা আক্রান্ত কোনও পরিবারের খাবারের সমস্যা হলে দ্রুত আমাকে যে কোনওভাবে জানানে। আমি সেখানে খাবার পৌছে দেওয়ার ব্যবস্থা করব। 

এই কঠিন সময়ে আমাদের একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর একটা সময় আমরা কঠিন ব্যধি থেকে বেরিয়ে আসব। তাই এখন সকলকে একসঙ্গে মিলে কঠিন পরিস্থিতির মােকাবিলা করতে হবে।