• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অসমে বাজ পড়ে মৃত ১৮ টি হাতি

বন বিভাগের এক আধিকারিক জানান, বুধবার রাতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় নওগার কুন্ডলি এলাকায়। সেই সময় বাজ পড়ে প্রাণ হারিয়েছে ১৮ টি হাতি। 

অসমে বাজ পড়ে প্রাণ হারাল ১৮ টি হাতি। (Photo: IANS)

বাজ পড়ে প্রাণ হারাল ১৮ টি হাতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অসমের নওগা জেলায়। বন বিভাগের এক আধিকারিক জানান, বুধবার রাতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় নওগার কুন্ডলি এলাকায়। সেই সময় বাজ পড়ে প্রাণ হারিয়েছে ১৮ টি হাতি। 

কুন্ডলি কাঠাইয়াতােলি রেঞ্জের প্রিন্সিপ্যাল চিফ কনভারসেটার অফ ফরেস্ট (ওয়াইল্ড লাইফ) অমিত সহায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের সেখানে পৌছাতে অনেকটা সময় লাগে। দুপুরে গিয়ে দেখা যায় সেখানে দুটি জায়গায় ১৮ টি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। 

পাহাড়ের উপরে ছিল ১৪ টি হাতির মৃতদেহ। পাহাড়ের নীচে ছিল চারটি হাতির মৃতদেহ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত হলে আসল কারণ জানা যাবে। অসমের বনমন্ত্রী পরিমল শুরু বৈদ্য কাঠাইতােলী রেঞ্জের ১৮ টি হাতির মৃত্যুতে শােক প্রকাশ করেছেন। অসমের বনমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়েছেন।