করােনা আবহে লাগাতার প্রধানমন্ত্রীকে নিশানা বানিয়ে কটাক্ষ করছেন রাহুল। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। এদিন তিনি টুইটারে লেখেন, ‘দেশে যেমন অক্সিজেন, টিকা, ওষুধ পাওয়া যাচ্ছে না, ঠিক একই ভাবে নিখোঁজ প্রধানমন্ত্রী। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। আর সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি’ এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে এদিন হিন্দিতে টুইট করে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।
শুধু রাহুল নয়, অক্সিজেন সরাহ থেকে টিকার বণ্টন প্রক্রিয়া, এই নিয়ে লাগাতার সুর চড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধিও। কংগ্রেসের মুখপাত্র গঙ্গায় মৃতদেহ ভেসে আসা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিনি বলেছেন, এ লজ্জা ঢাকার জায়গা নেই। এমন সময় এল যে ভারতে গঙ্গায় দেহ ভেসে বেড়াচ্ছে। আর কেন্দ্রীয় সরকার কিছুই দেখতে পাচ্ছে না।
এদিন স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় করােনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৪১২০ জন।