• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

বিতর্ক পিছনে ফেলে রেখে এবার করােনার মৃতদেহ সৎকারে এগিয়ে এল তবলিঘি জামাত 

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে করােনায় মৃতদেহ সৎকারের দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন তবলিঘি জামাতের সদস্যরা।

প্রতীকী ছবি (Photo by Sajjad HUSSAIN / AFP)

করােনা সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার জন্য গতবছর দায়ী করা হয়েছিল দিল্লির নিজামুদ্দিন মারকাজে মুসলিম সুন্নি সম্প্রদায়ের সংগঠন তবলিঘি জামাতের বিপুল জমায়েতকে। এই নিয়ে দেশজুড়ে ব্যাপক হইচই হয়েছিল। তবে, এবার এই সংগঠনের সদস্যরা এগিয়ে এলেন করােনায় মৃতদের শেষকৃত্য সম্পন্ন করার কাজে। 

বিতর্ক পিছনে ফেলে রেখে এই কাজে উদ্যোগী হয়েছেন তারা। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে করােনার কারণে। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে করােনায় মৃতদেহ সৎকারের দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন তবলিঘি জামাতের সদস্যরা। 

এই সংগঠনের ছাতার তলায় গড়ে তােলা হয়েছে কোভিডবন্ধু জয়েন্ট অ্যাকশন কমিটি। তাঁরাই প্রতিদিন ধর্মকর্ম নির্বিশেষে করােনায় মৃতদের শেষকৃত্য সম্পন্ন করছেন। সংগঠনের সদস্য জেএমডি গউস জানিয়েছেন, গতবছর আমাদেরকে দোষারােপ করা হয়েছিল সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য। এবার আমরা মানুষের প্রশংসা পাচ্ছি।