বৃহস্পতিবার বিকেলে রাজ্য বিধানসভা ভবনে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পরই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন তিনি। বিশেষত ধর্মীয় সন্ত্রাস নিয়ে সােচ্চার তিনি। বাংলার কেউ সুরক্ষিত নয়, হিন্দুরা তাে ননই।
কেন্দ্রীয় মন্ত্রী যেখানে সুরক্ষিত নয়, সেখানে আমি-আপনি তাে সুরক্ষিত নয়। এইভাবে সরব হতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। বাড়ি থেকে ১৫৬ কিমি সড়কপথে কলকাতায় আসাটা কি ভগবানের আশীর্বাদ বলে মনে করেন শুভেন্দু।
Advertisement
২০০১ সালে তৃণমূল ক্ষমতায় আসার মত পরিস্থিতি এলেও তা ঘটেনি। সিপিএমের তরফে যে রাজনৈতিক সন্ত্রাস চলেছিল, তা কোনদিন ভুলবার নয়। তবে এখনকার সন্ত্রাসটি রাজনৈতিক নয়, পুরােপুরি ধর্মীয় সন্ত্রাস বলে অভিযােগ তুলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন্দ্রীয়। তদন্তকারী সংস্থা সিবিআই-ইডির বিষয়ে হুশিয়ারি দেন তৃণমূল নেতাদের বিশেষত মানস ভুইয়াকে।
Advertisement
Advertisement



