• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

করােনার ওষুধ নিয়ে কালােবাজারী

মামলামারণ ভাইরাস করােনার দ্বিতীয় ঢেউতে বেসামাল বাংলা। প্রতিদিন গড়ে ২০ হাজারের কাছাকাছি করােনা সংক্রমণিত হচ্ছেন, মারা যাচ্ছেন শতাধিক মানুষ।

মামলামারণ ভাইরাস করােনার দ্বিতীয় ঢেউতে বেসামাল বাংলা। প্রতিদিন গড়ে ২০ হাজারের কাছাকাছি করােনা সংক্রমণিত হচ্ছেন, মারা যাচ্ছেন শতাধিক মানুষ। রাজ্যের চারিদিকে করােনার ভ্যাক্সিন পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ, পাশাপাশি হাসপাতালে বেডের অপ্রতুলতার অভিযােগ তাে আছেই।

মঙ্গলবার দুপুর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির পিটিশন রেখে জনস্বার্থ মামলা দাখিল করা হলাে। মামলাটি করেছেন বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। তিনি দাখিল করা পিটিশনে উল্লেখ করেছেন।

করােনার চিকিৎসায় ঔষধ, করােনা ভ্যাক্সিন, অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড নিয়ে ব্যাপক কালােবাজারি চলছে এই রাজ্যে। আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলার শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।