• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ক্র্যাশ করল কোউইন পাের্টাল

চারটে বাজতে না বাজতেই শুরু হয়ে যায় ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন।একসঙ্গে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে যাওয়ায় কোউইন পাের্টাল ক্র্যাশ করে যায়।

আরােগ্য সেতু অ্যাপ (ছবি: Aarogya Setu)

১ মে থেকে দেশজুড়ে ১৮ বছরের উধ্বে প্রত্যেককে করােনা টিকার দেওয়ার কথা ঘােষণা করেছে কেন্দ্র। আর এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার ঘড়ির কাঁটা চারটে বাজতে না বাজতেই শুরু হয়ে যায় ভ্যাকসিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন।

কিন্তু একসঙ্গে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে যাওয়ায় কোউইন পাের্টাল ক্র্যাশ করে যায়। বেশ খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রেজিস্ট্রেশন। এরপর শুধু কোউই পাের্টাল নয়, অনেকে আরােগ্য সেতু থেকে করােনা ভ্যাকসিনের দিনক্ষণ বুক করার চেষ্টা করে।

কিন্তু সেখানেও বিপত্তি দেখা দেয়। এরপর অনেকে হতাশ হয়ে নিজেদের অসুবিধার কথা স্ক্রিনশট শেয়ার করে নেট মাধ্যমে জানায়। অনেকে জানায়, তাদের ওটিপি এসে পৌঁছয়নি। কেউ আবার লেখেন, পেজ খুলতেই সার্ভার ডাউন দেখাচ্ছে।

সব মিলিয়ে ল্যাজেগােবরে অবস্থা। টিকাকরণের জন্য আদৌ কি তৈরি দেশ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, অনেকটা পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।