করােনা ভ্যাক্সিনের দাম নিয়ে দেশে যখন হইচই চলছে। ঠিক তখনই মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য বিনামূল্যে করােনা ভ্যাক্সিন দেওয়ার কথা ঘােষণা করল।
মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মল্লিক আজ এই সরকারি ঘােষণাটি করেন। এতে খুশি সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা। করােনার দ্বিতীয় ঢেউতে ভারতবর্ষে গত চারদিনে করােনা আক্রান্ত ১৩ লাখ। গত একদিনে সাড়ে ৩ লাখ মত।
গত একদিনে করােনায় মারা গেছেন ২৭৬৭ জন। একমুহূর্তে ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে করােনা পজিটিভ সর্বাধিক। তাই বিনামূল্যে করােনা ভ্যাক্সিন দেওয়ার ঘােষণা অনেকটাই স্বস্তির। এই মুহুর্তে কোভিশিল্ডের থেকে কোভ্যাক্সিনের দাম বেশি।
রাজ্যে প্রতি ডােজে ৬০০ টাকা, তা বেসরকারি হাসপাতালে ১২০০ টাকায় মিলবে। কেন্দ্রকে অবশ্য কোভ্যাক্সিন ডােজ প্রতি ১৫০ টাকায় বিক্রি করবে ভারত বায়ােটেক নামের সংস্থাটি। রাজ্য অবশ্য বেসরকারি হাসপাতালগুলিকে ৫০ % করােনা টিকা দেবে।