মারণ ভাইরাস করােনার থাবায় মৃত্যুর হাহাকারে চারিদিকে ঠিক এইরকম পরিস্থিতিতে বুধবার সকালে মারা গেলেন বাঙারি চিরপরিচিত কবি শঙ্খ ঘােষ। গত মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখেন তাদের প্রিয় কবিকে। জ্বর থাকায়, কবির কোভিড পরীক্ষা করা হয়েছিল সেখানে রিপাের্ট করােনা পজিটিভ আসে।বুধ্বার কালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কবি। এই কবির শােকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
তিনি লিখেছেন, বাংলা এবং ভারতীয় সাহিত্যে শঙ্খ ঘােষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তার কাজ বহু প্রশংসিত এবং সমাদৃত। কবির প্রয়াণে আমি শােকস্তব্ধ। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন, প্রখ্যাত বাঙালি কবি সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী শ্ৰী শঙ্খ ঘােষ প্রয়াণে গভীরভাবে মর্মাহত। অসামান্য কবিতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তার পরিবার এবং ভক্তদের সমবেদনা জানাই। ওঁম শান্তি।