• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হুগলিতে ১০ টি আসনে মন্ত্রী, সাংসদ, সেলিব্রিটিসহ মােট ৬৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

হুগলি জেলার ১০ টি আসনে ভােট। এই ১০ টি কেন্দ্র হল চণ্ডীতলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানী, চন্দননগর, চুচুঁড়া, সপ্তগ্রাম, বলাগড়, পান্ডুয়া এবং সিঙ্গুর।

প্রতীকী ছবি (Photo: iStock)

শনিবার রাজ্যের ৫ জেলার ৪৪ টি আসনের মধ্যে হুগলি জেলার ১০ টি আসনে ভােট। এই ১০ টি কেন্দ্র হল চণ্ডীতলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানী, চন্দননগর, চুচুঁড়া, সপ্তগ্রাম, বলাগড়, পান্ডুয়া এবং সিঙ্গুর। এবারে এই ১০ টি কেন্দ্রে দাঁড়ানাে মন্ত্রী, সাংসদ, সেলিব্রিটি সহ মােট ৬৪ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী আছেন ৭ জন।

এই ১০ টি কেন্দ্রের মােট ৩৫৮৬ টি পােলিং বুথে এবার মােট ভােটার সংখ্যা ২৫ লক্ষ ৯১ হাজার ৪৫ জন। এই ১০ টি কেন্দ্রের মধ্যে যে সমস্ত কেন্দ্রের দিকে জেলার মানুষের পাশাপাশি রাজ্যের মানুষ চেয়ে আছে সেগুলি হল উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের অভিনেতা কাঞ্চন মল্লিক, বিজেপির প্রবীর ঘােষাল (প্রাক্তণ তৃণমূল বিধায়ক)।

চণ্ডীতলা কেন্দ্রে তৃণমূলের স্বাতী খন্দকার, বিজেপির অভিনেতা যশ দাশগুপ্ত, সিপিএমের প্রাক্তণ সাংসদ মহম্মদ সেলিম। চাঁপদানি কেন্দ্রে কংগ্রেসের রাজ্যের বিরােধী দলনেতা আব্দুল মান্নান। সিঙ্গুর কেন্দ্রে বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য (তৃণমূলের প্রাক্তণ মন্ত্রী), তৃণমূলের বেচারাম মান্না (হরিপালের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তণ মন্ত্রী)।

চন্দননগর কেন্দ্রে তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, সিপিএমের গৌতম সরকার। চুঁচুড়া কেন্দ্রে বিজেপির লকেট চ্যাটার্জি (হুগলির সাংসদ)। সপ্তগ্রাম কেন্দ্রে তৃণমূলের মন্ত্রী তপন দাশগুপ্ত। বলাগড় কেন্দ্রে তৃণমূলের মনােরঞ্জন ব্যাপারী (লেখক)। পাণ্ডুয়া কেন্দ্রে তৃণমূলের ডাক্তার রত্না দে নাগ (প্রাক্তণ সাংসদ)।