• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিল্লি সংলগ্ন নয়ডায় নাইট কার্ফু

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে নাইট কার্ফু। করােনার বাড়বাড়ন্তে দেশের রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডা শহরে এই নাইট কার্ফু চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।

প্রতীকী ছবি (File Photo: iStock)

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে নাইট কার্ফু। করােনার বাড়বাড়ন্তে দেশের রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডা শহরে এই নাইট কার্ফু চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।

ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার বিভিন্ন এলাকায় নাইট কাফু জারি রেখেছে, তা চলবে আগামী ৩০ এপ্রিল অবধি। নয়ডা শহরে রাত দশ থেকে ভাের পাঁচটা পর্যন্ত চলবে এই নাইট কার্ফু। অত্যাবশকীয় পণ্য ছাড়া সবকিছুই কড়াকড়ি রাখা হচ্ছে।

করােনার দ্বিতীয় ঢেউতে সারা দেশে দৈনিক ১ লক্ষ ২৯ হাজার ৭৮৯ জন আক্রান্ত হচ্ছেন। যা বিশ্বের কোন দেশে দৈনিক করােনা পজিটিভ সংখ্যা বিচারে ভারতের আশেপাশে নেই। সারা দেশে সর্বমােট ১ কোটি ২৯ লক্ষ মানুষ করােনায় আক্রান্ত। মারা গেছেন ১ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ জন।

গত বুধবার মারা গেছে ৬৮৫ জন। ইতিমধ্যেই মহারাষ্ট্র রাজ্যে ২৬ টি ভ্যাকসিন স্টক সেন্টার বন্ধ হয়ে গেছে। যা নিয়ে রাজ্যে শুরু হয়েছে। রাজনৈতিক চাপানউতাের। যেভাবে দেশবাসী বাজারঘাট সহ অফিস আদালতে ভীড় জমাচ্ছেন তাও মুখে মাস্ক ছড়া। তাতে দেশে আগামীদিনে করােনায় নিহতের সংখ্যা অত্যাধিক বেড়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।