• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চতুর্থ দফায় আরও কঠোর কমিশন

চতুর্থ দফার ভােটে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন।কোনাে বুথে ভােটের দিন গােলমাল হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের।

নির্বাচন কমিশনের দফতর (File Photo: IANS)

চতুর্থ দফার ভােটে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। কোনাে বুথে ভােটের দিন গােলমাল হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের। সেই সঙ্গে দ্রুত রিপাের্ট পাঠানাের কথা বলা হয়েছে।

যাতে এই রিপাের্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পারে কমিশন। ১০ এপ্রিল শনিবার পাঁচ জেলার টি আসনে ভােট রয়েছে। এই ভােটে আগাম প্রস্তুতি হিসাবে বুধবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

এই ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, ইভিএম নিয়ে কোনও গাফিলতি হলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। রাজ্যে এই মুহূর্তে এক হাজার কেন্দ্রীয় বাহিনী রয়েছে। শনিবার বুথে থাকবে মােট ৭৯৩ কোম্পানি।

কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি, কোচবিহারে ১৮৩, আলিপুরদুয়ারে ৯৬, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীনে ৩৫, বারুইপুর পুলিশ জেলায় ৪৪, চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৭৯।