• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিল্লিতে রাতে কার্ফু জারি, জরুরি পরিষেবায় ছাড়

কোভিড সংক্রমণের গতিকে নিয়ন্ত্রণ করতে, ৩০ এপ্রিল পর্যন্ত রাতে কার্ফু জারি করা হল। রাত দশটা থেকে ভাের পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে।

প্রতীকী ছবি (Photo: AFP)

কোভিড সংক্রমণের গতিকে নিয়ন্ত্রণ করতে, ৩০ এপ্রিল পর্যন্ত রাতে কার্ফু জারি করা হল। দেশে গতকাল প্রথমবার কোভিড সংক্রমণ একলাখ ছাড়িয়ে যায়, দৈনিক সংক্রমণের হারের তুলনায় যা সর্বোচ্চ। রাত দশটা থেকে ভাের পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। এই সময়ের মধ্যে টিকা গ্রহণকারী ও জরুরি পরিষেবা বহাল থাকবে।

কেজরিওয়াল প্রশাসনের তরফে বলা হয়েছে, উপরােক্ত দুই ক্ষেত্রে ই-পাস থাকা আবশ্যক। প্রাইভেট চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ, জার্নালিস্ট আই কার্ড নিয়ে রাস্তায় বেরােতে পারনে। অসুস্থ ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। টিকিট দেখানাের পরই বিমান, বাস ও ট্রেন যাত্রীদের ছাড় মিলবে।

কেজরিওয়াল প্রশাসনের তরফে নির্দেশ দিয়ে জানানাে হয়েছে, ‘কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় শহরে রাতে কার্ফু জারি করার আবশ্যিকতা রয়েছে। দিল্লি শহরে কোভিডের চতুর্থ ঢেউ চলছে, তবে এখনই লকডাউনের দরকার নেই ‘।