• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সল্টলেকের সেন্ট্রাল পার্কে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত ৬০ টি ঝুপড়ি

২৯ মার্চ অর্থাৎ সােমবার সকালে ৮ টা নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে গােটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

২৯ মার্চ অর্থাৎ সােমবার সকালে ৮ টা নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে গােটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুনের ধোয়া দেখতে পান।

তৎক্ষণাৎ তারা দমকলকে খবর দেন এবং ঝুপড়িতে বসবাসকারী সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তারপর খবর পেয়েই দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।

প্রসঙ্গত, সেই সময় ঝুপড়ির ঘরগুলিতে সবাই উপস্থিত ছিলেন। সবাই সজাগ থাকায় দ্রুত সবাইকে ঘর থেকে বাইরে বেরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বিধাননগর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সবাইকে নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে ৮০ টি ঝুপড়ির মধ্যে ৬০ টি ঝুপড়ি এবং ৫০ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে আগুন নেভাতে কিছু সমস্যা সৃষ্টি হয়।

আগুন লেগেছে দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেই সময় রাস্তা দিয়ে। যারা যাচ্ছিলেন তারা প্রত্যেকে ঝুপড়িবাসীর সঙ্গে মিলে আগুন নেভানাের চেষ্টা শুরু করেন। ঝুপড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে বেশ চাপে পড়ে যান দমকলের আধিকারিকরা।