• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রথম দফার নির্বাচনের আগেই রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার

প্রথম দফার নির্বাচনের আগেই বঙ্গ সফরে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরা। অসম থেকে সােজা শিলিগুড়িতে এসে পৌছন।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরা। (Photo: Kuntal Chakrabarty/IANS

প্রথম দফার নির্বাচনের আগেই বঙ্গ সফরে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরা। প্রথম দফার জঙ্গলমহল কিংবা পশ্চিম মেদিনীপুর নয়, মঙ্গলবার নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছলেন উত্তরবঙ্গে।

অসম থেকে সােজা শিলিগুড়িতে এসে পৌছন। সেখানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তাঁরা।

সুনীল আরােরা সহ ছয় জনের একটি প্রতিনিধি দল বাগডােগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে পৌঁছন শিলিগুড়িতে।

সূত্রের খবর, উত্তরবঙ্গের আট জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের নিয়ে শিলিগুড়িতে আলােচনায় বসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরােরা। বৈঠকে ছিলেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন সহ কমিশনের অন্য আধিকারিকরাও।

সুকনার একটি হােটেলে এই বৈঠক চলে। যেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও পৌঁছন। প্রতিটি জেলার পুলিশ সুপারদের থেকেও বেশ কিছু রিপাের্ট চেয়েছেন কমিশন কর্তারা, বলে খবর।

জানা গিয়েছে, বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকেদের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হবে। মূলত নির্বাচন প্রক্রিয়া সহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলি কমিশনের পক্ষ থেকে জানানাে হবে।