• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রক্তসঙ্কট মেটাতে দুই সংস্থার উদ্যোগ

সবাই ভােট নিয়ে ব্যস্ত সেভাবে রক্তদান শিবির হচ্ছে না।তার জেরে ব্লাড ব্যাঙ্ক গুলােতে শুরু হয়েছে রক্ত সঙ্কট।রক্ত সঙ্কট মেটাতে শিলিগুড়িতে এগিয়ে দুটি সংস্থা।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: Getty Images)

সবাই এখন ভােট নিয়ে ব্যস্ত। ফলে সেভাবে রক্তদান শিবির হচ্ছে না। তার জেরে ব্লাড ব্যাঙ্ক গুলােতে শুরু হয়েছে রক্ত সঙ্কট। আর এই রক্ত সঙ্কট মেটাতে শিলিগুড়িতে এগিয়ে এল দুটি সংস্থা। শনিবার শিলিগুড়ি হিলকার্ট ব্রেড ব্যবসায়ী সমিতি এক রক্তদান শিবিরের আয়ােজন করে। পুরুষ মহিলা মিলিয়ে ৮০ জনেরও বেশি মানুষ তাতে রক্ত দান করেন।

সমিতির কর্মকর্তা সনৎ ভৌমিক জানিয়েছেন, সংগৃহীত রক্ত তরাই লায়ন্স ব্লাড সেন্টারে দান করা হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি শক্তিগড়ের মহিলা টোটো চালক তথা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তােলা মুনমুন সরকার জানিয়েছেন, রবিবার তারা এক রক্তদান শিবিরের আয়ােজন করেছেন সদিচ্ছা ওয়েলফেয়ার সােসাইটির মাধ্যমে। বহু মহিলা তাতে রক্তদান করেন। আগামীতে তাঁরা মহিলা পুরােহিতের মাধ্য চারদিকে পুজো শুরু করবেন।