• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ফের রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

বাংলায় আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, কমিশনের আধিকারিকরা যাবেন উত্তরবঙ্গে।

নির্বাচন কমিশনের দফতর (Photo: IANS)

বাংলায় আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে নয় কমিশনের আধিকারিকরা যাবেন উত্তরবঙ্গে। সেখানে আধিকারিকদের সঙ্গে মুখােমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে ফুল বেঞ্চের সদস্যদের।

পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও তাঁরা ভিডিও কনফারেন্স করতে পারেন বলে খবর। চারদিন ধরে রাজ্যের ভােটচিত্র বিশ্লেষণ করবেন তাঁরা। ২৮ মার্চ কমিশনের সদস্যদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

আগামী ২৭ মার্চ থেকে বাংলায় ভােটগ্রহণ পর্ব শুরু। তার আগেই রাজ্যের সার্বিক ভােট প্রস্তুতি খতিয়ে দেখতে ফুল বেঞ্চ বঙ্গ সফরে আসছে বলে খবর। এদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের একাধিক শীর্ষ স্থানীয় আধিকারিকদের বদলি করা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন এখনও পুরােপুরি আশ্বস্ত নয়।

সে কারণেই আরও একবার আসছে কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই আরও একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে নিয়ােগ করা হয়েছে।