• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তাজ দর্শন এবার আরও দুর্মূল্য, আবারও বাড়ছে টিকিটের দাম 

তাজ দর্শনের জন্য এবার আরও বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। ফের প্রবেশমূল্য বাড়ানাের সিদ্ধান্ত নিলাে আগ্রা প্রশাসন।

তাজ মহল (Photo: Getty Images)

তাজ দর্শনের জন্য এবার আরও বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। ফের প্রবেশমূল্য বাড়ানাের সিদ্ধান্ত নিলাে আগ্রা প্রশাসন। এবার শুধু বিদেশী নয়, দেশের পর্যটকদেরও বেশি টাকা দিয়ে তাজ মহল দর্শন করতে হবে। 

বর্তমানে ৫০ টাকা টিকিটের বিনিময়ে তাজ মহল দর্শনের সুযােগ পান পর্যটকরা। তবে এবার টিকিটের দাম বেড়ে হতে চলেছে ৮০ টাকা। অন্যদিকে বিদেশী পর্যটকদের জন্য ১১০০ টাকার পরিবর্তে টিকিট মূল্য ধার্য হচ্ছে ১২০০ টাকা। 

এর পাশাপাশি যাঁরা তাজমহলের মূল ফটকে ঢুকতে চান, তাদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে বলে জানাচ্ছে আগ্রা প্রশাসন। 

আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা জানান, তাজ মহলে মূল ফটকে প্রবেশের ক্ষেত্রে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া এমনিতেই ২০০ টাকা নেয়।