• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

আসানসােলে করােনায় মৃত্যু বৃদ্ধর

করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলাে এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে সােমবার রাতে আসানসােলের হিরাপুর থানার বার্ণপুরের রিভারসাইডে।

প্রতীকী ছবি (Photo: AFP)

করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলাে এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে সােমবার রাতে আসানসােলের হিরাপুর থানার বার্ণপুরের রিভারসাইডের বাসিন্দা মৃত বৃদ্ধ র নাম অশােক কুমার পাল (৬৪)। 

মঙ্গলবার দুপুরে আসানসােল জেলা হাসপাতালে বৃদ্ধর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। করােনা বিধি মেনে পরিবারের হাতে এদিন বৃদ্ধর মৃতদেহ আসানসােল দক্ষিণ থানার পুলিশ দেয়নি। 

Advertisement

পুলিশ জানায়, মৃতদেহ হিরাপুর থানার পুলিশকে দেওয়া হবে। তারা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতাে মঙ্গলবার রাতে পুলিশ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ সৎকার করবে। তারপরই ডেথ সার্টিফিকেট পরিবারকে দেওয়া হবে।

Advertisement

Advertisement