রবিবার ছিল বাংলার রাজনীতির জন্য হাইভােল্টেজ দিন। আর দিনের শুরুটাই বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে।
প্রসঙ্গত হাইভােল্টেজ রবিবার দক্ষিণের ব্রিগেডে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। আর উত্তরে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ও শেষে সভা। এই নিয়ে এ দিন সরগরম ছিল রাজ্য রাজনীতি।
তবে দিনের শুরুটা করেন মুখ্যমন্ত্রী তার টুইটের মাধ্যমে। এদিন হ্যাসট্যাগ ইন্ডিয়া এগেনস্ট এলপিজি লুট বলে টুইট করে লেখেন, রােজ গ্যাসের দাম বাড়িয়ে বিজেপি মানুষকে লুঠছে, মহিলারা সব থেকে বেশি আক্রান্ত। কর কমিয়ে মানুষের উপর বােঝা কমানের কোনও ইচ্ছেই নেই এদের। আমার বিতৃষ্ণা এসে গেল।
প্রসঙ্গত এ দিন উত্তরের শিলিগুড়ি থেকে গ্যাসের দামবৃদ্ধি ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে একটি পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পরে একটি সভা থেকেও এ বিষয়ে কেন্দ্র সরকারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।