হাইভােল্টেজ নন্দীগ্রাম আসন ফাঁকা রেখে ৩৮ আসনের নাম ঘােষণা বামেদের।
গােসাবা- অনিল চন্দ্র মন্ডল,
আরএসপি সাগর- ডা সেখ মুকুলেশ্ব রহমান,
সিপিআইএম তমলুক- গৌতম পড়া,
সিপিআই পাঁশকুড়া পূর্ব- সেখ ইব্রাহিম আলি,
সিপিআইএম পাঁশকুড়া পশ্চিম– চিত্ত দাস ঠাকুর,
সিপিআই নন্দকুমার- করুণাশঙ্কর ভৌমিক,
সিপিআইএম হলদিয়া- মনিকা কর ভৌমিক,
সিপিআইএম চন্ডিপুর- আশীষ গুছাইত,
সিপিআইএম পটাশপুর- সৈকত গিরি,
সিপিআই নারায়নগড়- তাপস সিনহা,
সিপিআইএম কঁথি উত্তর- সুতনু মাইতি,
সিপিআইএম খেজুরি- হিমাংশু দাস,
সিপিআইএম কঁথি দক্ষিণ- অনুরূপ পড়া,
সিপিআই রামনগর – সব্যসাচী জানা ,
সিপিআইএম দাঁতন – শিশির পাত্র ,
সিপিআই নয়াগ্রাম – হরিপদ সােরেন ,
সিপিআইএম গােপীবল্লভপুর – প্রশান্ত দাস,
সিপিআইএম ঝাড়গ্রাম- মধুজা সেন রায়,
সিপিআইএম কেশিয়াড়ি- ডা. পুলিন বিহারী বাস্কে
সিপিআইএম খড়গপুর গ্রামীন- শেখ সাদ্দাম আলি,
সিপিআইএম গড়বেতা- তপন ঘােষ,
সিপিআইএম শালী- সুশান্ত ঘােষ,
সিপিআইএম মেদিনীপুর- তরুণ ঘােষ,
সিপিআই বিনপুর- দিবাকর হাঁসদা,
সিপিআইএম বান্দোয়ান- সুশান্ত সেরা,
সিপিআইএম জয়পুর- ধীনে মাহাতাে,
ফরওয়ার্ড ব্লক মানবাজার- যামিনি কান্ত মান্ডি,
সিপিএম পারা- স্বপন বাউড়ি,
সিপিআইএম ডেবরা- প্রাণকৃষ্ণ মন্ডল,
সিপিআইএম ঘাটাল- কমল দোলই,
সিপিআইএম কেশপুর- রামেশ্বর দোলই,
সিপিআইএম তালডাংরা- মনােরঞ্জন পাত্র,
সিপিআইএম ছাতনা- ফাল্গুনী মুখােপাধ্যায়,
আরএসপি রানিবাঁধ- দেবলীনা হেমব্রম,
সিপিআইএম বড়জোড়া- সুজিত চক্রবর্তী,
সিপিআইএম ওন্দা- তারাপদচক্রবর্তী,
ফরওয়ার্ড ব্লক ইদাস নয়ন শীল,
সিপিআইএম সােনামুখী- অজিত রায়, সিপিআইএম
পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ময়না, সবং, বলরামপুর, বাগমুন্ডি, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর আসনগুলিতে কংগ্রেস প্রার্থী দেবে।