পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী,আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের জামিন নাকচ করল সুপ্রিম কোর্ট। অভিযুক্ত আরজেডি নেতার বর্তমান ঠিকানা এখন কারাগারে।
১৪বছরের সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদব ইতিমধ্যেই ২৪ মাস জেল খেটেছেন।সেকারণে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছিলেন লালুপ্রসাদ যাদব।প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছেন,’১৪ বছরের জায়গায় ২৪ মাস কিছুই নয়’।
লালুপ্রসাদ যাদবের হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন,’লালু প্রসাদের কাছ থেকে কোনও নগদ টাকা উদ্ধার হয়নি।ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে’।প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়,’মামলার এই দিকগুলি বিচার করবে হাইকোর্ট। এখানে শুধু জামিনের আবেদনের শুনানি চলছে’।লালুপ্রসাদ যাদবের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতকে জানিয়েছে,লোকসভা নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে আচমকাই নিজেকে সুস্থ বলে দাবি করছেন লালুপ্রসাদ যাদব।