মঙ্গলবার দুপুরে দিল্লির সুপ্রিম কোর্টে বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আইপিএস রাজীব কুমার সংক্রান্ত মামলাটি উঠে। তবে নথি এবং তথ্যগত ত্রুটি থাকবার জন্য এই মামলা পিছালাে। দু সপ্তাহে পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
সর্বভারতীয় ক্ষেত্রে সারদা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া আইপিএস রাজীব কুমারের আইনী রক্ষাকবচ কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআইয়ের এই আপিল পিটিশন মামলাটি। যা নিয়ে ফের আলােচনার কেন্দ্রবিন্দুতে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তথা আইপিএস রাজীব কুমার মহাশয়।
একুশের বিধানসভা নির্বাচনে সারদা তদন্তের গতিবেগ ক্রমশ বাড়ছে। একাধারে সম্প্রতি কলকাতার ব্যাংকশাল আদালতে হাজিরা দিতে এসে সারদা কর্তার জেলে লেখা চিঠির যেমন পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘােষ। অপরদিকে সারদা তদন্তে একদা সিট কর্তা আইপিএস রাজীব কুমারের নিজেদের হেফাজতে নেওয়ার পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করেছে সিবিআই।
পাশাপাশি রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজুর আবেদনও রেখেছে কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা সিবিআই। চলতি বছরে প্রথম মাসেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দাখিল করেছে সারদা তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
একটিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব আইপিএস রাজীব কুমারের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি-‘সারদা তদন্তে সিটের প্রধান দায়িত্বে থাকাকালীন সারদা কর্তা সুদীপ্ত সেনের লাল রঙের ইরি সহ পেন ড্রাইভ জাতীয় নানান। গুরত্বপূর্ণ প্রমাণ লােপাট করেছেন রাজীব।
তাই সিটের অন্যান্য তদন্তকারীদের দেওয়া তথ্য সূত্রের ভিত্তিতে রাজীব কে নিজেদের হেফাজতে নেওয়ার দরকার রয়েছে। এছাড়া কোর্টের নির্দেশ কে অমান্য করার জন্য আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা রুজু করার অনুমতিও চাওয়া হয়েছে দাখিল করা পিটিশনে।
এই পিটিশনের নােটিশ আইপিএস রাজীব কুমার কে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে দাবি সিবিআইয়ের। একদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘােষের সারদা কর্তা সুদীপ্ত সেনের একুশ পাতার হাতে লেখা চিঠির পূর্ণাঙ্গ তদন্তের দাবি, অপরদিকে সারদা তদন্তে সিটের একদা প্রধান পদে থাকা আইপিএস রাজীব কুমার কে সিবিআইয়ের নিজস্ব হেফাজতে নেওয়ার আবেদন সারদা মামলায় গতিবেগ কে ক্রমশ বাড়াচ্ছে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে সারদার গুরত্বপূর্ণ পদাধিকারী দেবযানী মুখােপাধ্যায়ের জামিন চাওয়ার মামলায় সিবিআই এক চাঞ্চল্যকর অডিও টেপের উল্লেখ করেছিল। সেই অডিও টেপের সততা জানাতে একদা রাজ্য তৃণমূল নেতা আসিফ খান সিজিও কমপ্লেক্সে সাক্ষ্যদানও করে গেছেন।
ঠিক এইরকম পরিস্থিতিতে আসন্ন বিধানসভার ভােটের প্রাক্কালে সারদা তদন্তে গতিপ্রকৃতি রাজ্য রাজনীতিতে তােলপাড় করতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী দু সপ্তাহের সুপ্রিম কোর্টে উঠবে সিবিআইয়ের দায়ের করা আইপিএস রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন মামলাটি। যা নিয়ে ফের সারদা তদন্তে আলােচনার কেন্দ্রবিন্দুতে আসতে চলেছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার।