• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

আসানসােলে পাটনার ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বস্তিন বাজার মােড়ের কাছে একটি হােটেলের ঘরের দরজা ভেঙে পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।নিহত সন্তোষ কুমার (২২) পাটনার ব্যবসায়ী।

প্রতীকী ছবি (Photo: iStock)

বাজার এলাকার একটি হােটেলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার পরে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসানসােল দক্ষিণ থানার অন্তর্গত বস্তিন বাজার মােড়ের কাছে একটি হােটেলের ঘরের দরজা ভেঙে পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। নিহত সন্তোষ কুমার ( ২২ ) পাটনার ব্যবসায়ী।

বস্তুত উল্লেখযােগ্য, খন্ত্র পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হােটেলের বন্ধ ঘর থেকে দরজা ভেঙে সিলিং ফ্যানের থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য আসানসােল জেলা হাসপাতালে পাঠানাে হয়।

এই ঘটনায় হােটেল মালিকের কাছ থেকে পুলিশ ঘটনার তথ্য নিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী সন্তোষ হােটেলে একটি রুম বুকিং করেছিলেন। মঙ্গলবার সকাল থেকে তিনি দরজা না খােলায় হােটেল কর্মীদের সন্দেহ হয়।

নিহতের পরিবারকে জানাতে আসানসােল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা পাটনা পুলিশের সাথে যােগাযােগ স্থাপনের চেষ্টা করছেন।