• facebook
  • twitter
Monday, 30 September, 2024

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গায় নেমে প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের

আদি গঙ্গায় নেমে নজিরবিহীন বিক্ষোভ দেখালাে পার্শ্ব শিক্ষকরা। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

আদি গঙ্গায় নেমে নজিরবিহীন বিক্ষোভ দেখালাে পার্শ্ব শিক্ষকরা। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

দীর্ঘ দিন ধরেই চাকরির দাবিতে সরব পার্শ্ব শিক্ষকেরা। কিছু দিন আগে বিধানসভার গেটে উঠে পড়েছিলেন কয়েকজন শিক্ষক।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌছেছে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, গােয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, আলিপুর কেন্দ্রীয় সংশােধনাগারের দিকে লুকিয়ে ছিলেন পার্শ্ব শিক্ষকরা। আচমকাই তাঁরা গঙ্গায় নেমে পড়েন।

সামনেই মুখ্যমন্ত্রীর বাড়ি। মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নিরাপত্ত ব্যবস্থা থাকে। তা সত্ত্বেও কী ভাবে ওই শিক্ষকরা আদিগঙ্গায় নেমে পড়লেন?

প্রশ্ন উঠেছে যদি কোনও নাশকতামূলক ঘটনা কেউ ঘটাত, তার দায় কে নিত? ঘটনার তদন্ত শুরু করেছে গােয়েন্দা বিভাগ। বিভাগীয় কর্তাদের কাছে কেন এর আগাম খবর ছিল না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।