• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

কোলাঘাটে হােসিয়ারি শ্রমিকদের বিক্ষোভ

বিডিও মদন মন্ডল, ন্যূনতম মজুরি পরিদর্শক পার্থ ঘােষ স্মারকলিপি গ্রহণ করে দাবির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রতীকী ছবি (File Photo: iStock)

হােসিয়ারি শ্রমিকদের সরকার ঘােষিত ন্যূনতম মজুরি অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধি কার্যকর, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই চালু সহ শ্রমিকদের ৩ দফা দাবিতে আজ এআইইউটিইউসি অনুমােদিত ওয়েস্ট বেঙ্গল হােসিয়ারী মজদুর ইউনিয়নের কোলাঘাট ব্লক কমিটির পক্ষ থেকে কোলাঘাট ব্লকের বিডি ও এবং শ্রম দপ্তরের ন্যূনতম মজুরি পরিদর্শকের নিকট বিক্ষোভ প্রদর্শন স্মারকলিপি পেশ করা হয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসুদন বেরা, যুগ্ম সম্পাদক নেপাল বাগ ও তপন কুমার আদক প্রমুখ। বিডিও মদন মন্ডল, ন্যূনতম মজুরি পরিদর্শক পার্থ ঘােষ স্মারকলিপি গ্রহণ করে দাবির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মধুসূদন বেরা, নারায়ন চন্দ্র নায়ক, নেপাল বাগ।