• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আরও মারাত্মক রূপে ফিরবে করােনা?

আরও সংত্রমণাত্মক হয়ে উঠছে কোভিড-১৯ ইউকে ভ্যরিয়েন্ট। গবেষকদের দাবি, করােনা ভাইরাসের ওই ভ্যারিয়েন্ট নয়া কায়দায় মিউটেশন শুরু করেছে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

আরও সংত্রমণাত্মক হয়ে উঠছে কোভিড-১৯ ইউকে ভ্যরিয়েন্ট। গবেষকদের দাবি, করােনা ভাইরাসের ওই ভ্যারিয়েন্ট নয়া কায়দায় মিউটেশন শুরু করেছে। এতে আরও বেশি সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। আদৌ টিকা এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যে। 

করােনার এই নয়া লিনেজের বৈজ্ঞানিক নাম বি.ওয়ান.ওয়ানথ্রিফাইফ। এর আগে দক্ষিণ আফ্রিকায় ওই নতুন পদ্ধতিতে কোভিড ১৯-এর সংক্রমণ দেখা গিয়েছিল। ব্রিটেনের সরকারি দফতর পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে বর্তমানে করােনা ২ লাখ ১৪ হাজার ১৫৯ জন আত্রান্তের মধ্যে ১১ জনের ওই নতুন মিউটেশন দেখা গিয়েছে। তবে ওই ভ্যারিয়েন্ট বাড়তি ঝুঁকি তৈরি করছে না, সে কথাও জানিয়েছে সরকার। 

উল্লেখ্য নয়া ইউকে ভ্যারিয়েন্টের কথা প্রকাশ্যে আসার পর সতর্ক হয়ে গিয়েছিল ভারত সরকার। ভারত ইংল্যান্ডের সঙ্গে সংযােগস্থাপনকারী সবক’টি বিমান বাতিল করেছিল। তার আগে পর্যন্ত যাঁরা ইংল্যান্ড থেকে এসেছিলেন তাঁদেরও মনিটরিংয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে মােট ১৩৮ জনের দেহে করােনার নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি দেখা যায়। তবে এখনও পর্যন্ত বি১.১৩৫-এর উপস্থিতি কারও দেহেই পাওয়া যায়নি। এমনকী দক্ষিণ আফ্রিকার ই.৪৮৪কে ভ্যারিয়েন্টের দ্বারাও আক্রান্তের হদিশ মেলেনি। 

অন্যদিকে ওষুধ নির্মাণকারী সংস্থা ফাইজার ও মডার্না কোভিড ১৯-এর নতুন স্ট্রেইন নিয়ে পরীক্ষানীরিক্ষা শুরু করে দিয়েছে। তাদের দাবি ছিল ইউকে স্ট্রেইন ভ্যাকসিনের কার্যক্ষমতাকে কমিয়ে দিচ্ছে না। তবে মডার্না জানিয়েছিল ইউকে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে তাদের টিকা সম্পূর্ণ। কার্যকরী হলেও আফ্রিকার স্ট্রেইন আরােগ্যের গতি কমিয়ে দিয়েছে। বর্তমান মিউটেশনের ক্ষেত্রে টিকার ক্ষমতা কমছে কিনা পরীক্ষার মাধ্যমে তা নির্ধারণের দিকে পা বাড়িয়েছে দুই সংস্থা। 

এদিকে মার্কিন টিকা নির্মাণকারী সংস্থা নােভাভক্স জানিয়েছে, ইউকে স্ট্রেইনের ক্ষেত্রে ৮৯ শতাংশ কার্যকর হলেও আফ্রিকান করােনা স্ট্রেইনের ক্ষেত্রে মাত্র ৬০ শতাংশ কাজ করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ব্রিটেনের নতুন স্ট্রেইনের ক্ষেত্রে কোভ্যাকসিন কাজ করছে কিনা, সে ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভারত বায়ােটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ভ্যাকসিন যে করােনা ভাইরাসের নতুন স্ট্রেইনকে হারাবে তার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন মন্ত্রী।