• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হুমকির মুখেও অবস্থান বদলাব না, জানালেন গ্রেটা থুনবার্গ

কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার অভিযােগে এবার পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।

গ্রেটা থুনবার্গ (Photo: AFP)

কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করার অভিযােগে এবার পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। এরপরও ভারতে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছিলেন। এফআইআর দায়েরের পরও কৃষকদের সমর্থনে টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এখনও কৃষকদের পাশে রয়েছি। তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানাই…’। 

উল্লেখ্য, দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভস্থলের চারপাশে কোথাও পরিখা টানা হয়েছে, আবার কোথাও কংক্রিটের স্ল্যাব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টুইটারে সরব হন পপস্টার রিহানা। তিনি লেখেন, ‘কেন আমরা এটা নিয়ে কিছু বলছিনা?’ 

এর পালটা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইটারে লেখেন, ‘কেউ এটা নিয়ে বলছেন না। কারণ, তারা কৃষক নয়, জঙ্গি, যারা দেশকে ভাগ করতে চায়…।’ 

রিহানার পাশাপাশি প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা টুইটারে লেখেন, ‘এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে। 

কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও। এ ঘটনার পর বিদেশ মন্ত্রক কৃষক বিক্ষোভকে ঘিরে যেভাবে বিদেশিরা সরব হচ্ছেন, তার নিন্দায় সরব হয় তারা। ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ভালাে চোখে দেখেনি নয়াদিল্লি। 

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চৌরি চৌরা শতবর্ষ উদ্যাপনের উদ্ধাধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বলেছেন, দেশের একতাই আমাদের অগ্রাধিকার, এ ব্যাপারে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। হ্যাশট্যাগ নিয়ে অমিত শাহ বলেন, ‘কোনও স্বার্থন্বেষী প্রচার ভারতের একতায় ভাঙন ধরাতে পারবে না।’