• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মুমূর্ষ রোগীদের জন্য একনাগাড়ে রক্ত সংগ্রহ

কোভিড মহামারির সময় মুমুর্ষ রােগীদের চিকিৎসা এবং একই সংগে রক্তের আলল দেখা দেয় রাজ্যের অন্যান্য জেলারসংগে পূর্ব বর্ধমানেও এই সমস্যা চলে।

রক্ত সংগ্রহ (Photo: SNS)

কোভিড মহামারির সময় মুমুর্ষ রােগীদের চিকিৎসা এবং একই সংগে রক্তের আলল দেখা দেয় রাজ্যের অন্যান্য জেলারসংগে পূর্ব বর্ধমানেও এই সমস্যা চলে। কিন্তু সমস্যা সমাধানে ত্রাত্রার ভূমিকায় দেখা যায় বর্ধমান ওয়েলফেয়ার সােসাইটির সদস্যদের।

স্বেচ্ছাসেবী ওই সংস্থার সম্পাদক সমাজসেবী মহম্মদ আসরাফউদ্দিন বাবু’র উদ্যোগে চলে ধারাবাহিক রক্ত সংগ্রহের কাজ। জেলার প্রতিটি অঞ্চলে স্বেচ্ছা রক্তদাতাদের একজোট করে চলে শিবির।

গত বছরের আগষ্ট থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চলে একনাগারে ষােলটি রক্তদান শিবির হয়। রােগীদের চাহিদা অনুযায়ি যােগান দিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে রজের পাউচ সরবরাহ হয়। সম্পাদক জানান আগামীদিনে এই কাজ ধারাবাহিকভাবেই চলবে।