ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের উদ্যেগে দ্বিতীয় পর্যায়ে করােনা ভ্যাকসিন দেওয়া শুরু হল। এদিন মঙ্গলবার সফটওয়ারে সমস্যা থাকার জন্য ৩০ জন পুলিশ কর্মীকে দেওয়ার পরেই ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশের পৱেই ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার আবারও ভ্যাকসিন দেওয়া হবে। উল্লেখ্য ইতিমধ্যে ঝাড়াগ্রাম জেলায় এদিন ১২ হাজার কোভিশিল ভ্যাকসিন এবং বারােশাে আশি এসেছে কো ভ্যাকসিন।
জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে এপর্যন্ত মােট একুশ হাজার পাঁচশাে কোভিশিল্ড এসেছে ঝাড়গ্রাম জেলার জন্য। এদিন ঝাড়গ্রাম পুরভার আর্বান হেলথ সেন্টার এবং জেলা পুলিশ লাইনে ভ্যাকসিন দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, এদিন ৩০ জন পুলিশ কর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়।