• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শশীকলা

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ট সহযােগী হিসেবে শশীকলা'কে শুভেচ্ছা জানাতে সমর্থকরা হাসপাতালের নিচে জড়াে হয়েছিলেন।

শশীকলা (Photo: IANS)

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী শশীকলা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২০ জানুয়ারি তাঁকে প্রথমে বােরিং এন্ড লেডি কার্জন মেডিলে কলেজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড পরীক্ষার রিপাের্ট পজিটিভ আসে। 

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ট সহযােগী হিসেবে শশীকলাকে শুভেচ্ছা জানাতে সমর্থকরা হাসপাতালের নিচে জড়াে হয়েছিলেন। তাঁকে হুইল চেয়ারে করে হাসপাতালের বাইরে নিয়ে আসা হয়েছিল। তিনি সমর্থকদের হাতজোড় করে নমস্কার করেন। 

তাঁর পরিবারের তরফে জানানাে হয়েছে, শশীকলাকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। পুলিশের তরফে জানানাে হয়েছে, সর্বোপরি আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে কয়েকশাে পুলিশ মােতায়েন করা হয়েছিল। দুনীর্তি ও আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযােগে গত চারবছর জেলে ছিলেন শশীকলা। চলতি সপ্তাহের গােড়ায় চার বছরের কারাদন্ডের পর মুক্তি দেওয়া হয়েছে।