• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পাঞ্জাব ও হরিয়ানার ৪৫ টি ওয়ার হাউসে তল্লাশি সিবিআই’য়ের

কৃষক আন্দোলনের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানা দু’রাজ্যের ৪৫’টি ওয়ার হাউসে তল্লাশি চালালাে কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা সিবিআই। তারা মজুত চাল ও গমের নমুনা সংগ্রহ করেছে।

সিবিআই-র সদর দপ্তর। (File Photo: IANS)

কৃষক আন্দোলনের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানা দু’রাজ্যের ৪৫’টি ওয়ার হাউসে তল্লাশি চালালাে কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা সিবিআই । তারা মজুত চাল ও গমের নমুনা সংগ্রহ করেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গােডাউনেও তল্লাশি চালানাে হয়। 

গতকাল রাতে সিবিআইয়ের আধিকারিকরা দুই রাজ্যের ওয়ার হাউসগুলােতে আধাসামরিক বাহিনীর সহায়তায় তল্লাশি চালায়। পাঞ্জাব গ্রেইনস প্রােকিউরমেন্ট কর্পোরেশনের দুটো গােডাউনে, পাঞ্জাব ওয়ারহাউজিংয়ের ও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কয়েকটি গােডাউনে তল্লাশি চালায়। 

সিবিআই মুখপাত্র জানিয়েছেন, সিবিআইয়ের টিম ওই গোডাউনগুলােতে কেন্দ্রীয় শস্য সংরক্ষণ স্টোরগুলােতে মজুত খাদ্যশস্যের গুণগতমান ও কত পরিমাণে মজুত রয়েছে, তা খতিয়ে দেখেন। ২০১৯-২০ সালের ও ২০২০-২১ সালে উৎপাদিত চাল ও গম ওই গােডাউনে মজুত রাখা হয়। পাঞ্জাবের লুধিয়ানায় ন’টি গােডাউনে, মানসা ও কাপুরথালার একটি করে গোডাউনে তল্লাশি চালানাে হয়েছে। পাশাপাশি, হরিয়ানার শাহবাদ ও সিরসায় গােডাউনে তল্লাশি চালানাে হয়। 

মানসায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গােডাউনে মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে ধান সংগ্রহ করে ও একই সঙ্গে খােলা বাজারে ভালাে খাদ্যশস্য বিক্রি করে। সিবিআই তদন্ত করছে, মার্কেটে নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ করার নেপথ্যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা জড়িত রয়েছেন কিনা।

উপভােক্তা সম্পর্কিত, খাদ্য ও গণবণ্টন সম্পর্কিত দফতরের কেন্দ্রীয় মন্ত্রী পীযুস গােয়েল সম্প্রতি বলেছিলেন, কেন্দ্র খুব শীঘ্রই খাদ্যশস্যের গুণগতমান পরীক্ষা করে দেখবে। কয়েক মাস আগেও সিবিআই একইভাবে তল্লাশি চালিয়েছিল।