মুমুর্ষ রােগীদের জন্য রক্তের যােগান দিতে এগিয়ে এলাে তৃণমূল কংগ্রেসের গণ সংগঠন জয়হিন্দু বাহিনীর পূর্ব বর্ধমান জেলা শাখা।
সােমবার গলসি দু নম্বর ব্লকের বড়দিঘী গ্রামে রক্তদান শিবির কল্মে জয়হিন্দু বাহিনীর নেতৃবৃন্দ। মােবাইল কনফারেন্সের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি কার্কি বন্দ্যোপাধ্যায়।
করােনা বিধি মনে আগ্রহী রক্তদাতাদের মাধ্যমে পঞ্চাশ বােতল রক্ত সংগ্রহ করে রশ্মি ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছে। জানিয়েছেন জয়হিন্দু বাহিনীর অঞ্চল সভাপতি সেখ এমদাদুল হক।
শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, জয়হিন্দু বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী, জেলা আহ্বায়ক সেখ ডালিম, গলসি দু নম্বর ব্লক জয়হিন্দু বাহিনীর সভাপতি গুল মহম্মদ মােল্লা, বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, শহর সম্পাদক মিঠু কার্যা ও সমাপিকা চক্রবর্তী, ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন কুমার মন্ডল, ব্লক যুব সভাপতি হেমন্ত পাল, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ সভাপতি শাহানা পারভিন প্রমুখ।
শিবিরকে ঘিরে গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতাে। কয়েকজন নেতাও শিবিরে রক্তদান করেন। আগামীদিনে এ ধরণের আরও শিবির করবেন বলে আশ্বাস দেন নেতৃত্ব।