• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘ধর্ম জাগরণ’ উপলক্ষে হরি সংকীর্তন শােভাযাত্রা বর্ধমানের খন্ডঘােষে

শােভাযাত্রা, অন্নকুট, গ্রামীণ মেলার মাধ্যমে ধর্ম জাগরণের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মেলা বসে গৈতানপুর গ্রামে। 

‘ধর্ম জাগরণ’ শােভাযাত্রা (Photo: SNS)

রবিবার মহা সমারােহে ‘ধর্ম জাগরণ’ অনুষ্ঠান হয়ে গেল পূর্ব বর্ধমানের খন্ডঘােষ খন্ডের শশাঙ্ক মন্ডলের কুমিরকোলায়। শােভাযাত্রা, অন্নকুট, গ্রামীণ মেলার মাধ্যমে ধর্ম জাগরণের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মেলা বসে গৈতানপুর গ্রামে।  তার আগে কুমিরকোলা থেকে বিশাল শােভাযাত্রা বের হয়ে গৈতানপুরে পৌঁছায়।

পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতাে এবারও বর্ধমানের গৈতানপুরে মেলা বসে। গৈতানপুর মহাপ্রভু জীউ মেলা প্রাণে ভক্ত সমাগম ঘটে। মেলার আগে শশাঙ্ক মন্ডলের কুমিরকোলা রাধাগােবিন্দ জাউ মেলা প্রানি থেকে কর্ণাঢ্য শােভাযাত্রা বের হয়। গাড়ি, ট্রাক, বাইক, হরিনামের দল ব্যান্ডপার্টি , ঢাকি সহযােগে ওই ধর্মজাগরু শােভাযাত্রায় সব সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

স্বয়ংসেবক শুভাশিষ ব্যানার্জী জানান, হরিনাম সংশীর্তনের ওই শােভাযাত্রা তেরাে কিলােমিটার পথ অতিক্রম করে গৈতানপুরে পৌছায়। আর মহা প্রক মেলায় ষােলটি গ্রামের ভক্তরা অংশ নেন। সারাদিন ধরে চলে মেলা। প্রায় বারাে হাজার ভক্তের সমাগমে অন্নকুট গ্রহণ করেন তারা। স্বাস্থ্য বিলি মেনেই হয় যাবতীয় কর্মসূচি।