• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নন্দীগ্রাম নিয়ে মমতাকে খোঁচা মুকুলের 

হেরে যেতে পারেন তাই অন্যত্র প্রার্থী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সােমবার ঠাকুরনগরে এ কথা বললেন বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

মুকুল রায় (File Photo: IANS)

হেরে যেতে পারেন তাই অন্যত্র প্রার্থী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সােমবার ঠাকুরনগরে এ কথা বললেন বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। নির্বাচনী প্রচারে গিয়ে সােমবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা উস্কে দিয়েছেন তৃণমূল নেত্রী। 

মুকুল রায় বলেন, নন্দীগ্রামের মানুষ মমতার পাশে নেই। পৃথিবীর যে কোনও প্রান্তেই নির্বাচনে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক জায়গায় দাঁড়ালে হেরে যেতে পারেন। সেই ভয় থেকে এখন অন্য জায়গা খুঁজছেন। 

তবে শেষ পর্যন্ত নন্দীগ্রামে দাঁড়াবেন না উনি। কারণ নন্দীগ্রামের মানুষ যে আর তার পাশে নেই, তা বুঝে গিয়েছেন। 

কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি থেকেও ৭ জন সাংসদ তৃণমূলে আসবেন। এই প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘পাগলের প্রলাপ। দল ধরে রাখতে উল্টোপাল্টা কথা বলে কর্মীদের বিভ্রান্ত করছেন।’ 

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঠাকুরনগরে সভা করার কথা অমিত শাহের। তার আগে এদিন ঠাকুরবাড়িতে গিয়ে প্রস্তুতি সেরে আসেন মুকুল।