• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইডেনে আজ বাংলা ও তামিলনাড়ুর লড়াই

সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে সােমবার ইডেন উদ্যানে মুখােমুখি হচ্ছে বাংলা ও তামিলনাড়ু। এই গ্রুপে তামিলনাড়ু ৪ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে সােমবার ইডেন উদ্যানে মুখােমুখি হচ্ছে বাংলা ও তামিলনাড়ু। এই গ্রুপে তামিলনাড়ু ৪ ম্যাচের শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর বাংলা সমসংখ্যক খেলায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

গত ম্যাচে বাংলা হার স্বীকার করে অসমের কাছে বাংলার অধিনায়ক অনুস্টূপ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাই তামিলনাড়ুর বিপক্ষে লড়াই করতে বাংলার খেলােয়াড়রা আক্রমণাত্মক ভূমিকা নেবেন। তামিলনাড়ু দলে দীনেশ কার্তিকের মতন খেলােয়াড় রয়েছেন।

দীনেশের সঙ্গে দলকে এগিয়ে যেতে পারেন এন হরি নিশান্ত ও নারায়ণ জগদিশানের মতন  খেলােয়াড়রা। আবার বিপক্ষ দলকে চাপে রাখার চেষ্টা করবেন বাংলার শ্রীবংস গােস্বামী ও বিবেক সিরা। তেমনি বােলার ইশান পােড়েল, আকাশদীপ ও মুকেশ কুমাররা বড় ভূমিকা নেবেন এমন আশা করা যায়। অন্যদিকে তামিলনাড়ুর সাইকিশাের, মুরুগান অশ্বিন ও বাবা অপরাজিতা কী করবেন সেটাই দেখার বিষয়।